২০১৪ সালের মতো ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম পর্বের বাধা টপকে মূল পর্ব বা দ্বিতীয় পর্বে খেলতে হবে বাংলাদেশকে। আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ১০টি দেশ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পায়। তবে শেষ দুই দলকে খেলতে হয় প্রথম রাউন্ড।
র্যাংকিং অনুযায়ী বাংলাদেশ ও জিম্বাবুয়েকে খেলতে হবে প্রথম রাউন্ড। এই রাউন্ডে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে আরো ছয়টি দেশ। এরই মধ্যে দুটি দেশ বিশ্বকাপের প্রথম পর্ব নিশ্চিত করেছে। দল দুটি হল- আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
বাছাই পর্বের ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে স্কটল্যান্ড। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড ৬ ম্যাচের ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে শর্ট ফরম্যাটের বিশ্ব আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে। হংকং, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও ওমানের মধ্য থেকে আরো চারটি দল বিশ্বকাপের প্রথম রাউন্ড খেলার তালিকায় নাম লেখাবে।
আগামী ২০১৬ সালের ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ভারতে টি-টোয়েন্ট বিশ্বকাপের ষষ্ঠ আসর বসবে।