প্রকাশিত হতে যাচ্ছে ইফতেখারুল লেনিনের ‘দিনের আলো জাসনি নিভে’ শিরোনামের গানের মিউজিক ভিডিও। সম্প্রতি ঢাকা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও মাধবকুন্ড’র বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে এ গানের শুটিং। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহাগ খান।
ইফতেখারুল লেনিনের আপকামিং সলো অ্যালবাম ‘ক্ল্যাসিক’-এর সেড রোমান্টিক ধাচের গান এটি। গাজী আব্দুল্লাহ আল মাহমুদের কথায় গানটির সুর করেছেন রাকিব আরিয়ান।
গান প্রসঙ্গে ইফতেখারুল লেনিন বলেন, ‘সেড রোমান্টিক গান আমার অনেক ভালো লাগে। এই ভালো লাগা থেকে এবার ঈদে শ্রোতাদেরকে নতুন একটি গান উপহার দিতে যাচ্ছি। জানি না শ্রোতারা গানটিকে কিভাবে গ্রহণ করবেন। তবে ভালো কিছু করার চেষ্টা করেছি। আশা করি, শ্রোতারা গানটি গ্রহণ করবেন।’
খুব শিগগিরি গানটি ইফতেখারুল লেনিনের নিজস্ব ইউটিউব চ্যানেল ও বেসরকারি বিভিন্ন টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে।