প্রায় একশ বছর আগে ডুবে যাওয়া জাহাজটির আদলে আরেকটি টাইটানিক তৈরির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার ধনকুবের ক্লিভ পামার। ২০১৮ সালে জাহাজটি সমুদ্রে যাত্রা করতে পারবে বলে আশা করা হচ্ছে। টাইটানিক সমুদ্রে আবারো যাত্রা করবে,তবে ডুবে যাওয়া সেই টাইটানিক নয়, সেটির আদলে তৈরি করা হয়েছে নতুন আধুনিক জাহাজ যার নাম টাইটানিক-২।
টাইটানিক-টু জাহাজের দৈর্ঘ্য ২৭০ মিটার ও উচ্চতা হবে ৫৩ মিটার। নয় তলাবিশিষ্ট জাহাজটিতে ৮৪০টি কেবিনের পাশাপাশি দুই হাজার ৪০০ জন যাত্রী ও ৯০০ নাবিক ধারণ করতে পারবে। এছাড়া এতে আধুনিক সুযোগ সুবিধার সবকিছুই থাকবে যেমন সুইমিংপুল, ও জিম।
ব্লুস্টার লাইনের বিপণন বিভাগের পরিচালক জেমস ম্যাকডোনাল্ড বলেন, ‘নতুন টাইটানিকে অবশ্যই আধুনিক প্রযুক্তির সব ব্যবস্থা থাকবে’। এতে আধুনিক নিষ্কাশন ব্যবস্থা, স্যাটেলাইটের নিয়ন্ত্রণ ব্যবস্থারও সুবিধা পাওয়া যাবে।