দ্বিতীয় বারের মতো দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক দূত নির্বাচিত হলেন অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কোরিয়ান চলচ্চিত্র উৎসব উদ্বোধনের আগে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার নতুন রাষ্ট্রদূত আন সিউং ডু।
এ সময় আরও ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ইরান, কানাডা, ভুটান ও ব্রাজিল দূতাবাসের প্রতিনিধিরাও।
জানা যায়, সাংস্কৃতিক দূত হিসেবে তিশা বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাস আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ নেবেন।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর প্রথমবার দু’বছর মেয়াদে এই দায়িত্ব পেয়েছিলেন তিশা। একই পদে তাঁর মেয়াদ বাড়ল আরও দু’বছর।