লিগ অফ লিজেন্ডস (এলওএল) ভিডিও গেইম চ্যাম্পিয়নশিপ ২০১৬ জিতেছে দক্ষিণ কোরিয়ান টেলি যোগাযোগ প্রতিষ্ঠান এসকেটি টেলিকম টি১। গেইমের ফাইনালে বিপক্ষ দলের সঙ্গে ৩-২ ব্যবধানে জিতেছে এই দল।
বিজয়ী দলটিকে সমর্থন দিয়ে আসছিল দক্ষিণ কোরিয়ান ইলেক্ট্রনিকস পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। পুরস্কার হিসেবে দলের পাঁচ সদস্য পেয়েছেন ২০ লাখ মার্কিন ডলার, জানিয়েছে বিবিসি।
চার বছরে দলটি এবার তৃতীয়বারের মতো এই গেইমে চ্যাম্পিয়ন হয়। ২০১৫ সালেও জয়ী হয়েছিল এসকেটি।
লস অ্যাঞ্জেলেস–এর স্টেপলস সেন্টারে ২০ হাজার এলওএল ভক্তের সামনে গেইমের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ছয় ঘন্টা স্থায়ী হয়েছে এই ফাইনাল গেইম।
টুর্নামেন্টের সবেচেয়ে মূল্যবান গেইমারের খেতাব পেয়েছেন দলটির লি শ্যাং–হায়েক।
টুর্নামেন্টের সর্বমোট পুরস্কার মূল্য ছিল ৫০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে রানার্স আপ দল পাবে সাড়ে সাত লাখ ডলার।
লিগ অফ লিজেন্ডস গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান ‘রায়ট গেইমস‘। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য মতে প্রতি মাসে ১০ কোটি মানুষ গেইমটি খেলে থাকে।