দুই দশক পর তামিল সিনেমায় ফিরেছেন বলিউড অভিনেত্রী শ্রীদেবী। এ বছরের শেষের দিকে পুলি সিনেমায় দেখা যাবে ৫১ বছরের এই অভিনেত্রীকে।
চিম্বু দেবেন পরিচালিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার তামিল সিনেমা পুলি-তে শ্রীদেবীকে দেখা যাবে ক্ষমতাশালী রানির ভূমিকায়। সিনেমার প্রযোজক শিবু থামিনস। পুলির কাহিনি অনেকটা হলিউড অভিনেতা রাসেল ক্রোর ২০০০ সালের সিনেমা গ্ল্যাডিয়েটর-এর মতো।
সিনেমাটিতে তামিল অভিনেতা বিজয় ছাড়াও মূল চরিত্রে অভিনয় করেছেন সুদীপ, শ্রুতি হাসান, হানসিকা মোতওয়ানি।
সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। দেখুন: