দক্ষিন কোরিয়ার তরুণ তরুণীদের জন্য খুব জনপ্রিয় একটি নাম হল সাইনি(SHINee)। সাইনি নামক এই ব্যান্ড দলটি (contempopary boy group) ২০০৮ সালে এস.এম. এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় তাদের যাত্রা শুরু করে। এই ব্যান্ড দলের সদস্য সংখ্যা হল পাঁচ জন, অনি (Onew), জংহুন(Jonghyun), কেই(Kay), মিনহো(Minho) এবং তাইমিন (Taemin)। ২০০৮ সালের ২৫শে মার্চ একটি ছোট রিপ্লে এর মাধ্যমে তাদের যাত্রা শুরু করেন, পরবর্তীতে তারা ৬ টি গানের একটি এ্যালবাম রিলিজ করেন। যার মধ্যে ৩টি গান ছিল কোরিয়ান ভাষায় আর ৩টি গান জাপানী ভাষায় প্রস্তুতকৃত।
এছারাও সাইনি ৫ টি মিনি-এ্যালবাম, ৩ টি লাইভ এ্যালবাম এবং কিছু জাপানিজ গান উপহার দিয়েছেন। তাদের সংগ্রহে রয়েছে তাদের কাজের কৃতিত্ব স্বরূপ অনেক এ্যাওয়ার্ড, বিভিন্ন স্থানের কন্সার্ট ট্যুর এবং তাদের নিজস্ব রিয়ালিটি সো এর কাজ শুরু করেছেন।
কোরিয়ান তরুণদের কাছে সাইনি এখন সাইনি ট্র্যান্ড(Shainee Trend) হিসেবে বহুল সমাদৃত। অনেকি সাইনিকে অনুশরন করে পোশাক নির্বাচন করে থাকেন।