দক্ষিন কোরিয়ার খুব জনপ্রিয় একটি টাওয়ার এর নাম নামসান টাওয়ার বা সেওল টাওয়ার। আপনি নামসান টাওয়ার (সেওল টাওয়ার) ঘুরতে গিয়েছেন অথচ ভালবাসার জন্য কোন মানত করেননি, এও কি সম্ভব।
দক্ষিন কোরিয়ার তরুণ তরুণীদের জন্য এইটা খুবই প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। বেড়াতে যাওয়াতো বটেই, এছাড়াও অনেকেই এখানে যায় মানত করতে। কেউ হয়তো ভালোবাসার মানুষটির সাথে যায়, কেউ হয়তো ভালবাসার মানত করার জন্য যায়। আর একটি করে তালা আটকে, তালার সাথেই মনের ইচ্ছাটি কাগজে লিখে ভালবাসার মানত করে থাকে। কোরিয়ানরা বিশ্বাস করেন যে এই তালা যতদিন পর্যন্ত খোলা হবেনা ততদিন পর্যন্ত তার ভালোবাসা অক্ষুণ্ণ থাকবে এবং মনের আসা এভাবেই পুরন হতে থাকবে। যে তরুণ বা তরুণী এখন তার ভালোবাসার মানুষটিকে খুজে পায়নি, সেও গিয়ে তালা আটকে আসছে, মনে করা হয় যে এটা তার সৌভাগ্যের ন্যায় কাজ করবে।
তাহলে আর দেরি কেন? আজি আপনার ভালোবাসার মানুষটির হাত ধরে একটি তালা আটকে দিয়ে আসুন।
বিশ্বাস করে হোক কিনবা মজা করে, এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনার সময়টা খুবই সুন্দর এবং রোমান্টিক কাটবে।