দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় সোমবার এক বিবৃতিতে একথা জানিয়েছে।
সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুন। অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তারা আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
মোদীর আমন্ত্রণে ভারতে প্রথম এ সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন ভারতীয় প্রেসিডেন্ট রামনাথ কোভিন্দের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজ বলেছে, সিউলের জন্য ভারত গুরুত্বপূর্ণ মিত্র দেশে পরিণত হচ্ছে। কেবল অর্থনীতির দিক দিয়েই নয় বরং কোরিয়া উপদ্বীপে শান্তি ও অগ্রগতির জন্যও এ মিত্রতা গুরুত্বপূর্ণ।
ভারতের সঙ্গে দক্ষিণ কোরিয়ার আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হয় ১৯৭৩ সালে। ভারত সফর শেষে ১১ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন মুন। সেখানে কোরিয়া উপদ্বীপ নিজের ভবিষ্যৎ নীতি ও পরিকল্পনা এবং আঞ্চলিক এশীয় দেশগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়টি নিয়ে ভাষণ দেবেন তিনি।