দুই কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলে ভূমি মাইন বিস্ফোরণের ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার যৌথ বাহিনীর প্রধান মেজর জেনারেল কুং হোং মো বলেন, বেসামরিক অঞ্চলে মাইন বিস্ফোরণ ঘটিয়ে পিয়ংইয়ং যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য। একে দুই দেশের সামরিক চুক্তির লঙ্ঘন উল্লেখ করে তীব্র নিন্দা জানায় সিউল।
গত মঙ্গলবার সিউলের কাছের পাজু শহরের সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলে ভূমি মাইন বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনাসদস্যসহ কয়েকজন আহত হয়।
বিস্ফোরণ অঞ্চলের নমুনা সংগ্রহের পর সিউলের পক্ষ থেকে দাবি করা হয়, এই মাইন উত্তর কোরিয়ায় তৈরি।