দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১১৬.১ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৩২৬ রান।
এর আগে প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ২৫৯ রান। বন্দরনগরী চট্টগ্রামেই ২০০৮ সালে এই স্কোর গড়েছিল বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেছিলেন শাহরিয়ার নাফীস। সেই ম্যাচে সফরকারী দল ইনিংস ও ২০৫ রানে জিতেছিল।
শুধু সর্বোচ্চ রানই নয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারই প্রথম এক ইনিংসে একশ ওভারের বেশি ওভার ব্যাটিং করল বাংলাদেশ। এর আগে ২০০২ সালে ৮৭.৫ ওভার ব্যাটিং করেছিল বাংলাদেশ। সেবার মাত্র ২৫২ রান করেছিল মোহাম্মদ আশরাফুলের দল।
এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ ৮২ রানের জুটি গড়েছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। এর আগে ষষ্ঠ উইকেটে ২০০৮ সালে ৭০ রান করেছিলেন সাকিব আল হাসান ও আফতাব আহমেদ।