দক্ষিণ কোরিয়ায় প্রথমবারের মতো জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ তথ্য জানিয়েছে। আক্রান্ত ব্যক্তি সম্প্রতি ব্রাজিল সফর করে এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার ৪৩ বছর বয়সী ওই ব্যক্তিকে পরীক্ষার পর জিকা ভাইরাসের সংক্রমণ সনাক্ত করা হয়। তাকে গুয়াংজু শহরে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, আক্রান্ত ওই ব্যক্তিকে পৃথক রাখা হয়েছে এবং বাড়ি ফিরে যাওয়ার পর তার চলাফেরা অনুসরণ করা হচ্ছে।
গত বছর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। সাধারণত এডিস মশার মাধ্যমে এই ভাইরাসটি ছড়ায়। পরে দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশে এটি ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিশ্বময় জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জিকা ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীর সন্তান মাইক্রোসেফালিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। মাইক্রোসেফালিতে আক্রান্ত শিশুর মস্তিষ্কের গঠন অপরিপূর্ণ হয়। ফলে তাদের মাথা স্বাভাবিকের তুলনায় অনেক ছোট থাকে।