স্মার্টওয়াচে একটি ছোট এলটিই চিপ যোগ করবে দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং। এ চিপটি স্মার্টওয়াচকে স্বাধীনভাবে কাজ করতে সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
স্মার্টফোনের সঙ্গে যুক্ত হয়ে বেশিরভাগ স্মার্টওয়াচই একটি ফিটনেস ট্র্যাকারের বেশি কিছু হিসেবে ব্যবহৃত হয় না, এমনটাই বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ–এর এক প্রতিবেদনে। এর ব্যাটারির স্থায়িত্ব বেশিদিন হয় না।
স্যামসাং গিয়ার এসথ্রি, এলজি ওয়াচ আর্বান সেকেন্ড এডিশন এলটিই এবং স্যামসাং গিয়ার এস স্মার্টওয়াচগুলোতে এলটিই বা থ্রিজি চিপ আনা হয়েছিল। তবে এই চিপের কারণে ঘড়ির আকার বড় হয়ে যায় ও ব্যাটারি বেশি খরচ হওয়ায় এই প্রযুক্তি কাজে লাগানো দায় হয়ে পড়ে। এমনকি শক্তি খরচ বেশি হওয়ায় অ্যাপলও তাদের অ্যাপল ওয়াচ সিরিজ ২ থেকে এলটিই চিপ বাদ দিয়েছে।
স্যামসাংয়ের এলটিই স্মার্টওয়াচ এর নতুন জাইনোস সেভেন ডুয়াল ৭২৭০ এর সঙ্গে আরও উন্নত করার চেষ্টা করছে।
এই চিপটি প্রথম স্মার্টওয়াচ প্রসেসর যা মাত্র ১৪ ন্যানোমিটার প্রসেসর স্কেলে বানানো এবং এতে ওয়াই ফাই, ব্লুটুথ, জিপিএস, এফএম রেডিও এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০০ মিলিমিটার চিপ থাকবে। এই চিপটি পূর্বের জেনারেশন চিপ থেকে ২০ শতাংশ বেশি যোগ্যতাসম্পন্ন বলে জানিয়েছে স্যামসাং।