সিকান্দার বক্স। দর্শককে বুঝাতে হয়না এই সিকান্দার বক্স কে। জনপ্রিয় নাটক অভিনেতা মোশাররফ করিমের ব্যাপক পরিচিত একটি চরিত্র।
গত কয়েক বছর ধরে ঈদ এলেই সিকান্দার বক্সের আগমন ঘটে। নাটকের চরিত্রে প্রথমদিকে তিনি ঢাকাতেই স্থির ছিলেন। পরবর্তীতে ঘুরে বেড়িয়েছেন বান্দরবান, কক্সবাজার।
কিন্তু এবার তিনি যাচ্ছেন রাঙামাটি। এবার ঈদে তার নাটকের নাম দেওয়া হয়েছে ‘সিকান্দার বক্স এখন রাঙামাটি’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ৬ পর্বের ধারাবাহিকটি প্রচার হবে আগামী রোজার ঈদে, বাংলাভিশনে |
১৩ জুন সকাল থেকে দৃশ্যধারণ শুরু হয়েছে। তবে রাস্তা-ঘাটে নয়, বাড়িতেও নয়; শুটিং হচ্ছে বাসে। পুরো ইউনিটের জন্য নেওয়া হয়েছে গোটা একটি বাস।
ঢাকা টু রাঙামাটি যেতে যেতে বাসেই কিছুটা দৃশ্যায়ন চলবে। রাঙামাটিতেই হবে বাকিটা। মোশাররফ করিম ছাড়াও সঙ্গে রয়েছেন তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, রোবেনা রেজা জুঁই, আহসান কবির প্রমুখ।
এবার কিন্তু সিকান্দার বক্সের বউ বদল হয়নি। সারিকা, তিশা, প্রভা, মোনালিসা ঘুরে ঠেকেছে আনিকা কবির শখেই। সিক্যুয়েলের গত পর্বেও ছিলেন শখ। রাঙামাটি যাত্রায় সঙ্গী হয়েছেন তিনিও।