ভারতের মুম্বাইয়ের এক জনপ্রিয় মডেল আত্মহত্যা করেছেন। ৪০ বছর বয়সী ওই মডেল মৃত্যুর আগে মদপান করেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে শেষ মুহুর্তে একটি অডিও টেপে বলে গেছেন। তার এই বক্তব্য রেকর্ড করেছেন তার সঙ্গে একই ফ্ল্যাটে থাকা আরেক নারী।
শনিবার নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করার আগে শিখা জোশি অডিও টেপে বলেন, আমি আত্মহত্যা করতে যাচ্ছি। কারণ আমি এক চিকিৎসকের হয়রানির কারণে ক্লান্ত হয়ে পড়েছি। পুরুষ জাতির প্রতি আমার বিশ্বাস হারিয়ে গেছে।
জোশির পরিবার বলছে, এটাকে আত্মহত্যা বলা যায় না। তবে পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। ২০১১ সালে জোশি ‘বিএ পাস’ নামের একটি চলচ্চিত্রে অভিনয় করেন। ওই সময় তিনি এক স্থানীয় এক চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। তিনি অভিযোগ করেন, চিকিৎসার জন্য ক্লিনিকে যাওয়ার পর থেকে ওই চিকিৎসক তাকে যৌন হয়রানি করে আসছেন। ২০১৩ সালে ওই চিকিৎসকের বাড়িতে পাথর নিক্ষেপের অভিযোগে জোশিকে গ্রেফতার করা হয়।
সূত্র : এনডিটিভি