বিপুল পরিমান যাত্রীর বিনামুল্যে ট্রেন জাত্রা করার ঘটনা বিরল। ২০১৪ সালে সিউলের সাবওয়ে ট্রেনের ১ নং লাইন থেকে ৪ নং লাইনে প্রায় ১ শত ৫১ মিলিয়ন যাত্রীর বেশি বিনামুল্যে আসাযাওয়া করার সুজগ পেয়েছেন। এক্ষেত্রে শুধুমাত্র আইনগতভাবে অনুমোদনপ্রাপ্ত বৃদ্ধ ও বিকলাঙ্গ নাগরিকেরাই বিনা খরচে যাতায়াত করার এ সুযোগ পান। সিউল মেট্রোর ট্রেনের এই চারটি লাইনের দায়িত্বয় প্রাপ্ত্য অপারেটর কর্তৃপক্ষ এ সম্পর্কে বলেন, “খরচে যাতায়াত করা যাত্রীর সংখ্যা মত যাত্রীর প্রায় ১০ শতাংশ”। যারফলে দক্ষিন কোরিয়া সরকার মেট্রো খাত থেকে প্রায় ৭ শত ৩৯ মিলিয়ন উওন যাতায়াত ভাড়া আয় করা থেকে বঞ্চিত হয়েছে। পরিসংখ্যান মতে, ২০১২ সালে বিনাখরচে যাতায়াতকারী যাত্রীর সংখ্যা ছিল প্রায় ১৪কোটি ৩০লাখ কোরিয়ান নাগরিক এবং ২০১৩ এ ছিল এ সংখ্যা দাড়ায় ১৪ কোটি ৬ও লাখে।
তবে লক্ষ্য করা গেছে বৃদ্ধ নাগরিকের সংখ্যা ছিল সবচেয়ে বেশী এবং এই সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে বিকলাঙ্গ নাগরিকদের এই সুযোগ থাকলেও এর হার দিনদিন হ্রাস পাচ্ছে। সিউল মেট্রোর এক কর্মকর্তা আরও বলেন, “বৃদ্ধ নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ার কারণেই মুলত বিনাখরচে যাতায়াতের হার বৃদ্ধি পাচ্ছে”।