সদ্য পাওয়া ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেলো শুধুমাত্র ছবির জন্য। দক্ষিন কোরিয়ার সিওলে আজ ঘটে গেলো এমনই একটি ঘটনা। অনেকগুলো ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে গেলো শুধুমাত্র পুরনো ছবির জন্য।
কোরিয়ান এক তরুণী তার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে সদ্য তোলা ছবি দিতে হবে জানা সত্তেও তিনি ২০০৭ সালের তোলা একটি ছবি দিয়েছেন। এই ঘটনার সত্যতা প্রমান হওয়ার সাথে সাথে তোলপাড় পরে যায় লাইসেন্স নিবন্ধন অফিসে। এর জের ধরে আরও বেশকিছু পুরনো ছবিধারি লাইসেন্স বাতিল করে দেয় লাইসেন্স নিবন্ধন অফিস।