বাংলাদেশ উৎসব ২০১৬ সাংগঠনিক কমিটি ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেন বাংলাদেশী প্রবাসীরা যাতে তাদের এমআরপি পাসপোর্ট, পাসপোর্ট নবায়নসহ দূতাবাসের সেবাগুলো সহজে পেয়ে যান, সেই লক্ষ্যে আগামী ৫ জুন (রবিবার) ২০১৬, সকাল ৯:৩০ থেকে ২:০০ টা পর্যন্ত বাংলাদেশ ফেস্টিভাল সাংগঠনিক কমিটি একটি স্টল, বিদ্যুৎ সরবরাহ সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করবেন ।
দূতাবাস বেশ কয়েকবছর ধরে রবিবারে কোরিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করে কোরিয়া প্রবাসীদের সেবা দিয়ে আসছে। এমআরপি পাসপোর্ট, পাসপোর্ট নবায়নসহ দূতাবাসের সেবাগুলো যাতে প্রবাসীরা সহজে পেয়ে যান সেই লক্ষ্যে এই কার্যক্রম চালিয়ে আসছে। কর্মদিনে বেশিরভাগ কর্মী চাইলেও ছুটি নিয়ে সিউলে দূতাবাসে যেতে পারেন না। অন্যদিকে রবিবারে দূতাবাস বন্ধ থাকে ফলে অনেকেই বিপদে পড়ে যান। বাংলাদেশ ফেস্টিভাল সাংগঠনিক কমিটিবৃন্দ আশা করেন তাদের জন্য বাংলাদেশ দূতাবাস এই আনুষ্ঠানে অংশ গ্রহন করে বাংলাদেশী প্রবাসীদের সাহায্য করবেন।