দক্ষিণ কোরিয়া একাধিক বৈঠকে যোগ দেয়ার জন্য উত্তর কোরিয়াকে আমন্ত্রণ জানানোর পর পিয়ংইয়ং তা প্রত্যাখ্যান করায় দুঃখ প্রকাশ করেছে সিউল।
সোমবার সিউলের পুনঃএকত্রীকরণ মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ং জুন-হি বলেন, আমাদের প্রস্তাব উত্তর কোরিয়ার ফিরিয়ে দেয়ার বিষয়টি খুবই দুঃখজনক। তারা আলোচনার জন্যে আমাদের প্রস্তাব উপেক্ষা করেছে। তবুও আমরা আশা করবো উত্তর কোরিয়া আলোচনার জন্যে আমাদের প্রস্তাবে সাড়া দেবে।
গত সপ্তাহে সিউলের পার্লামেন্টের স্পিকার চুং ইউ-হাবা ১৫ আগস্টের স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনায় বসতে উত্তর কোরিয়ার পার্লামেন্টের স্পিকারের প্রতি আহ্বান জানান। একইদিন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সিউলে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে উত্তর কোরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানান। এ বিষয়গুলোতে গুরুত্ব না দিয়ে উত্তর কোরিয়া তা প্রত্যাখ্যান করে।