উত্তর কোরিয়া ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব মৃত্যুদণ্ড কার্যকর করতে দেশটির শীর্ষ নেতা কিম জং উন।
বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বুধবার সংসদীয় বৈঠকে এ তথ্য উত্থাপন করেন। তারা আরো জানায়, যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে উত্তর কোরিয়ার কয়েকজন শীর্ষ কর্মকর্তা রয়েছে। গুপ্তচর বৃত্তির অভিযোগে অধিকাংশকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া দেশটির দুজন উপমন্ত্রীর মৃত্যুদণ্ডও কার্যকর করা হয়েছে। তারা কিম জং উনের নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছোড়েন। ২০১৩ সালে কিম জং উন তার এক চাচারও মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন।
ইয়োনহ্যাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া প্রাক্তন পরিবেশমন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। বনসংরক্ষণ নীতি নিয়ে কিম জং উনের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।