সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ কোরিয়ার সঙ্গে সাতটি মৌ স্বাক্ষর করলেন। এর ফলে বাণিজ্য ক্ষেত্রে দ্বৈত কর ব্যবস্থার পরিবর্তন হতে চলেছে। এই দ্বৈত কর ব্যবস্থা ১৯৮৫ সালে ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রথম বার চালু হয়। দক্ষিণ কোরিয়া ও ভারতের মধ্যে এই মৌ স্বাক্ষর হওয়ার ফলে সহজ হবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ।
একই সঙ্গে দুই দেশের উচ্চ পর্যায়ের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে আলোচনা করাও এবার থেকে সহজ হবে। দক্ষিণ কোরিয়া সরকার তরফে জানা গিয়েছে, সোমবার দক্ষিণ কোরিয়া প্রেসিডেন্ট পার্ক গিউইন হাইয়ের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। এর পরেই এই সাতটি মৌ স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। দৃশ্য-শ্রাব্য মাধ্যমের উন্নয়নের কাজেও দুই দেশ এবার থেকে একে অপরের সাহায্যে কাজ করবে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারি বিষয়েও চুক্তি হয়েছে। চুক্তি হয়েছে বিদ্যুৎ ও বাণিজ্য সংক্রান্ত ইস্যু এবং দুদেশের যুব সমাজের পারস্পারিক উন্নয়ন সংক্রান্ত ইস্যুতে। প্রযুক্তিগত উন্নয়ন ও দু’দেশের মধ্যে আরও বেশি করে তথ্য সম্প্রসারণ ইস্যুতে জোড় দেওয়া হচ্ছে।