ভোলার মনপুরায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে শতাধিক যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। সেখান থেকে চার শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মনপুরার কলাতলি থেকে হাজিরহাট যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝড়ো বাতাস আর প্রবল ঢেউয়ে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। এরপর স্থানীয় জেলেরা এক নারী, চার শিশুর লাশ উদ্ধার করেন। এসময় ট্রলারের ৪৭ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা জানান, ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের খোঁজে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে।