কোরিয়ান খাবার ছেউ বগুমভাপ 0 By soon Bok on মার্চ ১৭, ২০১৫ কোরিয়ান খাবার ছেউ বগুমভাপ কোরিয়ার অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার. এটিও এক ধরনের ফ্রাইড রাইস। এর প্রধান উপাদান হল এর মাঝে চিংড়ি দেয়া থাকে। বিভিন্ন ধরনের সবজি, চিংড়ি আর ডিম দিয়ে ভাত ভেজে নিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই খাবার।