মিওসিওমনাল (Meoseumnal) কোরিয়ার একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব মূলত চাকররা পালন করে থাকে। সহজ কথায় বলা যায়, মিওসিওমনাল এমন একটি কোরিয়ান ঐতিহ্যবাহী উৎসব যা চাকররা পালন করে থাকে। মিওসিওম শব্দের অর্থ হল চাকর এবং দাসদাসী আর নাল একটিদিন, অর্থাৎ মিওসিওমনাল হল বছরের এমন একটি দিন যেদিন কোরিয়ান চাকর এবং দাসদাসীদের জন্য উৎসর্গ করা হয়।
এই দিনটিতে মালিকরা বিভিন্ন সুস্বাদু খাবার খেতে দিয়ে থাকে, ঘোড়া ফেরা করার এবং নাচ – গান করার সুযোগ দিয়ে থাকে।
সর্বোপরি দিনটি কোরিয়ান চাকর এবং দাসদাসীদের জন্য খুবই উৎসবমুখর একটি দিন।