দেবরাম (Daeboreum ) কোরিয়ার একটি অন্যতম ঐতিহ্য। নতুন বছরের প্রথম পূর্ণিমা্র দিন এ উৎসব উদযাপন করা হয়।
প্রথাগতভাবে, কিছু গোষ্ঠীবদ্ধ লোকজন দেবরাম এর পূর্বরাতে গিউবুলনরি(Geuybulnori) নামক একটি ঐতিহ্যগত খেলা খেলে থাকে। কৃষকরা ধান ক্ষেত্র মধ্যে ঢালের উপর শুকনো ঘাস এর খড় দিয়ে খুব সুন্দর করে একটি স্তূপ সাজিয়ে থাকে। তারপর কিছু মানুষ গোলাকার আকৃতিতে স্তূপটিকে ঘিরে থাকে এবং তাদের হাতে থাকে আগুনে প্রজ্বলিত কিছু লাঠি যে লাঠির উপরিভাগে কাঠ-কয়লা দিয়ে সেই আগুন জ্বালানো থাকে ঐ খড়ের সাজানো স্তূপটিতে আগুন ধরানোর জন্য।
বাস্তবপক্ষে তারা মনে প্রানে বিশ্বাস করে যে, এই আগুন ধান ক্ষেতে থাকা সকল ক্ষতিকারক পোকা-মাকড় মারতে সাহায্য করবে এবং এই আগুনের ছাই সারা বছর জুড়ে চাষ করার জন্য জমি উর্বর করতে সাহায্য করবে। তরুন তরুণীরা এই উৎসবকে ঘিরে বিভিন্ন আঞ্চলিক নাচ এবং আগুন নিয়ে খেলা প্রদর্শন করে থাকে।
তরুণীদের নৃত্য এবং তরুণদের আগুন নিয়ে খেলার দৃশ্য