জাপানি নাগরিক হত্যার পর এবার দক্ষিণ কোরিয়া বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের ভ্রমণে সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে। শনিবার দুপুর ২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে দেশটির ঢাকাস্থ দূতাবাস জানিয়েছে। এদিকে নিজ দেশের নাগরিক খুন হওয়ায় বিস্তারিত তথ্য প্রদাণের জন্য বলেছে জাপানি দূতাবাস।
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসে কোমিও (৪৮) হত্যার ঘটনায় এ সাবধানতা দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত দক্ষিণ কোরিয়ান নাগরিকদের সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে। দেশের যেকোনো স্থানে চলাফেরার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে উচ্চপর্যায়ে সচেতনতা অবলম্বনেরও আহ্বান জানানো হচ্ছে।
উল্লেখ্য, আজ পৌনে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার নাসিনিয়ার বিল কচুআলুটারি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক হোসে কোমিও (৪৮)।