বুধবার পরিকল্পনা মন্ত্রী ও সাবেক আইসিসি প্রেসিডেন্ট আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘বিপিএল আমি শুরু করেছিলাম, এবার আবার সেটা আয়োজিত হবে। আমি বিপিএলে সাথে থাকবো।’
শনিবার বিসিবির অপারেশন কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বলেন,‘ বোর্ড বিপিএল আয়োজনের ব্যাপারে ইতিবাচক। ইতিমধ্যে এর অনেক কাজই শেষ হওয়ার পথে। আশা করা হচ্ছে বছরের শেষ দিকে আমরা বিপিএল আয়োজন করতে পারব।’
দুইজনের কথাতে স্পষ্ট যে বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াবে। তবে সময়টা বছরের শেষ দিকে। অর্থাৎ ডিসেম্বরে। প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল।
২০১২ সালে বিপিএলের প্রথম আসর বসেছিল। ২০১৩ সালে আয়োজিত দ্বিতীয় আসরের পর নানা কারণে বন্ধ হয়ে যায় দেশের জনপ্রিয় এই ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করার অংশ হিসেবে আবারও বিপিএল চালুর উদ্যোগ নিয়েছে বিসিবি। সে অনুযায়ী সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই আয়োজিত হবে বিপিএলের তৃতীয় আসর।