গত ৫ জুন মালয়েশিয়ায় শুরু হয় ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি বা আইফা অ্যাওয়ার্ডের ১৬ তম আসর। তিন দিনব্যাপি এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৭ জুন রোববার। বলিউডের তারকাদের উপস্থিতি এবং তাদের ঝলমলে বর্ণিল পোশাক আকর্ষণীয় করে তুলেছিল অনুষ্ঠানটিকে। পাশাপাশি ছিল তাদের নাচ ও গান। এই দিন ঘোষণা করা হয় এবারের আসরের বিজয়ীদের নাম।
এ বছরের অন্যান্য অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোর মতো এ আসরেও ছিল কঙ্গনা অভিনীত কুইন এবং শহিদ কাপুর অভিনীত হায়দার সিনেমার জয়জয়কার। সালমান, শাহরুখ, আমিরকে পেছনে ফেলে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছেন শহিদ কাপুর। পাশাপাশি অব্যাহত রয়েছে কঙ্গনার জয়রথ। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তিনি। তবে আমিরের পিকে শ্রেষ্ঠ পরিচালক এবং সালমানের কিকশ্রেষ্ঠ নবাগত পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে। এদিকে শাহরুখ খানের হ্যাপি নিউ ইয়ার সিনেমা কোনো পুরস্কার পায়নি। অনুষ্ঠানে বলিউড সিনেমায় অনন্য অবদান রাখার জন্য আজীবন সম্মাননা প্রদান করা হয় পরিচালক সুভাষ ঘাই-কে। এবারের ‘আইফা’ বিজয়ীদের নাম নিচে দেওয়া হলো:
সেরা অভিনেত্রী : কঙ্গনা রাণৌত (কুইন)
সেরা অভিনেতা : শহিদ কাপুর (হায়দার)
সেরা সিনেমা : কুইন
ওম্যান অব দ্য ইয়ার : দীপিকা পাড়ুকোন
সেরা পরিচালক : রাজকুমার হিরানি (পিকে)
সেরা পার্শ্ব চরিত্র (পুরুষ) : রিতেশ দেশমুখ (এক ভিলেন)
সেরা পার্শ্ব চরিত্র (নারী) : টাবু (হায়দার)
সেরা নবাগত নারী : কৃতি স্যানন (হিরোপান্তি)
সেরা নবাগত পুরুষ : টাইগার স্রোফ (হিরোপান্তি)
সেরা নবাগত পরিচালক : সাজিদ নাদিয়াদওয়ালা (কিক) এবং উমাং কুমার (মেরি কম)
সেরা সংগীত পরিচালক : শংকর-এহসান-লয় (টু স্টেটস)
সেরা প্লেব্যাক গায়ক : অঙ্কিত তিওয়ারি (গালিয়া-এক ভিলেন)
সেরা প্লেব্যাক গায়িকা : কণিকা কাপুর (বেবি ডল- রাগিনি এসএসএস টু)
সেরা কমিক চরিত্র : বরুন ধাওয়ান (ম্যায় তেরা হিরো)
সেরা খল চরিত্র : কে কে মেনন (হায়দার)
আজীবন সম্মাননা : সুভাষ ঘাই
সেরা গল্প : বিকাশ ভাল, চৈতালি পার্মার এবং পারভেজ শেখ (কুইন)