গান গাইতে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া যাচ্ছেন কণা। গতকাল দুপুর ১২টায় দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি। ২৪ মে ইনশিওনে এক অনুষ্ঠানে গান গাইবেন কণা। অনুষ্ঠানটি আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি। কণা জানান, দিনভর সেখানে একটি মেলার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় হবে সংগীতানুষ্ঠান। এই আয়োজনে গাইতে কণার সঙ্গে আরো যাচ্ছেন ক্লোজআপ ওয়ান খ্যাত নিশিতা বড়ুয়া ও প্রথম বাংলাদেশি আইডল তারকা মং। তাঁদের সঙ্গে একদল যন্ত্রশিল্পীও যাচ্ছেন।
কণা বলেন, ‘এত দিন অনেক শিল্পীর কাছে দক্ষিণ কোরিয়ার গল্প শুনেছি। এবার নিজেই যাচ্ছি। আশা করি সেখানকার শ্রোতাদের সঙ্গে ভালো কিছু সময় কাটবে। কিছু দর্শনীয় স্থানও ঘুরে দেখা হবে।’
২৬ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে কণার।