আগামী ২১শে আগস্ট মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় পবিত্র ঈদ-উল আযহা উৎযাপিত হবে। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম দিনটি উৎসাহ উদ্দীপনার সাথে পালন করবে। দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদে ঈদুল-আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে।
- প্রথম জামাত সকাল ০৬:৩০ টা
- দ্বিতীয় জামাত সকাল ০৮:০০ টা
- প্রথম জামাতের ইমামতি বরাবরের মতোই বাংলাদেশী ইমাম করবেন।
- দ্বিতীয় জামাতের ইমামতি করবেন ইনদোনেশিয়া থেকে আগত- ইমাম আমীন রঈস।
বাংলাদেশের মত উৎসবমূখর পরিবেশে ঈদ পালন করতে না পারলেও কোরিয়ায় বাংলাদেশীরা নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগির মাধ্যমে ঈদ উৎযাপন করবে। কোরিয়ান মুসলিমদের পাশাপাশি বিপুল সংখ্যক বিদেশী মুসলিম কোরিয়ায় ঈদ পালন করবে। কোরিয়ার বিভিন্ন প্রান্তে মসজিদ এবং ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।