বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্ট নিষ্প্রাণ ড্র হয়। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা টেস্ট। বুধবার সকাল থেকে শুরু হয় টেস্টের টিকিট বিক্রি। কিন্তু এই টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। তার উপর ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্টের টিকিটও বেশি মূল্যে কিনতে হচ্ছে দর্শকদের।
অন্যান্য সময় টেস্টের গ্যালারির টিকিট ২০ টাকায় মিললেও এবার সেটার জন্য দর্শকদের গুণতে হচ্ছে ৫০ টাকা। এর আগে ওয়ানডে ম্যাচে গ্যালারির টিকিটের মূল্য ছিল ১১৫ টাকা। কিন্তু সেটা বেড়ে পাকিস্তান সিরিজ থেকে হয়েছে ১৫০ টাকা।
ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচের টিকিটের জন্য যে ধরণের আগ্রহ ও ভীড় দেখা যায় তার সামান্যই দেখা যায় টেস্টের টিকিটের জন্য। বুধবার সকাল ১০টা থেকে ইউসিবি ব্যাংকের মিরপুর শাখায় টিকিট বিক্রি শুরু হয়। সকাল থেকে অল্পসংখ্যক দর্শককে টিকিট সংগ্রহ করেতে দেখা যায়। তবে ব্যাংক কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন টিকিট বিক্রির পরিমাণ বাড়বে। কারণ, এই দুইদিন শুক্র ও শনিবার হওয়ায় দর্শকরা মাঠে আসবে।