ব্রাজিলের হয়ে তিনি বিশ্বকাপ জিতেছেন ২০০২ সালে। বিশ্বকাপ জয়ের পরের বছরই জাতীয় দলকে বিদায় জানান রিভালদো। এরপর থেকে খেলা চালিয়ে যাচ্ছিলেন ক্লাব ফুটবলে। তবে গত বছরের মার্চে সব ধরনের ফুটবল থেকেই অবসরের ঘোষণা দেন এই ব্রাজিলিয়ান।
তবে অবসর ভেঙে আবার পেশাদার ফুটবলে ফিরছেন ৪৩ বছর বয়সি রিভালদো। ব্রাজিলের ক্লাব মোগি মিরিমের হয়ে খেলবেন তিনি। এরই মধ্যে ক্লাবে অনুশীলন শুরু করে দিয়েছেন প্রাক্তন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বর্তমানে মোগি মিরিমের সভাপতির দায়িত্বেও রয়েছেন রিভালদো। পাশাপাশি এবার দলটির জার্সিতে খেলবেনও তিনি।
ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে রিভাদলো বলেন, ‘অনেক চিন্তাভাবনা ও বিশ্লেষণের পর মোগি মিরিমে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি জানি, ক্লাবের জন্য আরেকবার আমার পরিবারকে বিসর্জন দিতে হচ্ছে। তবে আশা করছি, খুব দ্রুতই আমাদের দল সম্মানজনক জায়গায় পৌঁছবে।’
সবশেষ গত বছরের মার্চে মোগি মিরিমের হয়েই শেষ ম্যাচ খেলেছিলেন রিভালদো, ‘পেশাদার ফুটবলে ১৫ মাস আগে আমি খেলা ছেড়েছিলাম। তবে আবার মাঠে ফিরছি। যদি আমার গোড়ালির অবস্থা ভালো থাকে তাহলে দলকে কিছু ম্যাচে সাহায্য করতে পারব।’
ক্লাব ফুটবলে বার্সেলোনা ও এসি মিলানের মতো বড় ক্লাবে খেলা রিভালদো ব্রাজিলের জার্সিতে ৭৪ ম্যাচে ৩৪ গোল করেন।