দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ উৎসবকে সামনে রেখে গতকাল শনিবার ১৪ মে, ২০১৬ এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ফাউন্ডেশন কোরিয়া (BFK)। এতে সংগঠনের ১৩ জন কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা ঘোষণা করা হয় এবং এটি নিশ্চিত করা হয় যে সব নির্বাহী সদস্যকে বাংলাদেশ ফেস্টিভাল ২০১৬ অনুষ্টানে অন্তত দশ লক্ষ কোরিয়ান ওন অনুদানের সঙ্গে যোগ্যতা অর্জন করতে হবে ।
বাংলাদেশ ফাউন্ডেশন কোরিয়া (BFK) নিম্নলিখিত ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির সদস্যদের তালিকা ঘোষণা এবং ২১ মে, ২০১৬ পরবর্তী সভায় কমিটির সকল সদস্যদের নাম এবং পদবি ঘোষণা করা হবে ।
বাংলাদেশ ফাউন্ডেশন কোরিয়া (BFK) নির্বাহী সদস্য তালিকা :
১. জনাব সাইফুল
২. জনাব বোরহান
৩. জনাব ছোটন
৪. জনাব আশরাফ
৫. জনাব জসিম (এম)
৬. জনাব মতিন
৭. জনাব সানোয়ার
৮. জনাব নাবিক
৯. জনাব জসিম (জি)
১০. জনাব সাজু
১১. জনাব আওলাদ
১২. জনাব শয়ন
১৩. জনাব ইসলাম (জি)