বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বনাম ভারতের কোয়ার্টার ফাইনাল এর ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। যেদিন বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে উঠলো সেদিন থেকেই সূচনা হয় শত জল্পনা-কল্পনা আর তর্ক-বিতর্কের। এতো তর্ক বিতর্কের ভিড়েও একটি জায়গায় গিয়ে এক হয়ে গেলো দুই দেশ।
ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে দুই দলের সকল খেলোয়াড় একই সাথে মাথে দাড়িয়ে। ধ্বনিত হল জাতীয় সঙ্গীত, প্রথমে বাংলাদেশ দলের জাতীয় সঙ্গীত আর তারপর ভারতের। রচয়িতা কিন্তু সেই একজনি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সকল তর্ক বিতর্কের অবসান ঘটিয়ে এই একটি জায়গায় এক হয়ে গেলো দুই দেশ। একমাত্র হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরই একই সাথে দুই দলকেই শুভকামনা জানিয়ে গেলেন তার অমর সৃষ্টির মাধ্যমে।