বাংলাদেশে ফুটবলের উন্নয়নে ৫০০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে।না, এটা স্রেফ গুঞ্জন নয়, সত্যি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রস্তাব দিয়েছে লন্ডনের সকার লিগ ইন্টারন্যাশনাল (এসএলআই)।
প্রথমে ফ্রাঞ্চাইজি লিগের প্রস্তাব দেওয়া হলেও এসএলআই এখন মূলত ঘরোয়া ফুটবল প্রিমিয়ার লিগ নিয়ে কাজ করবে।
মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন,‘প্রিমিয়ার লিগের পুরো ব্যবস্থাপনায় কাজ করবে সকার লিগ ইন্টারন্যাশনাল। স্পন্সর খোঁজা থেকে শুরু করে ক্লাবগুলোর সঙ্গে তারা যোগাযোগ করবে। তাদের প্রক্রিয়া যদি সফল হয় তাহলে আমরা পরবর্তীতে ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে কাজ করব।’
বাফুফে সূত্রে জানা গেছে মাসখানেকের মধ্যে এসএলআইর কর্মকর্তারা বাফুফে ভবনে অফিস নিয়ে কাজ শুরু করবেন। সপ্তাহখানেকের মধ্যে প্রতিষ্ঠানটি বাফুফের কাছে পূর্ণাঙ্গ পরিকল্পনা হস্তান্তর করবে।
প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে বাংলাদেশ ফুটবলের খোঁজখবর রাখছে এসএলআই। ফ্রাঞ্চাইজি ভিত্তিক ফুটবলের আগে প্রিমিয়ার লিগ ঢালাওভাবে আয়োজন করতে ইচ্ছুক যুক্তরাজ্যের এই ফুটবল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান।