সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পর এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে করে বাংলাদেশ দল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছে।
দেশে ফেরার পর তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ভারতের সাথে কোয়ার্টার ফাইনালে কয়েকটি ভুল সিদ্ধান্ত না হলে সেই ম্যাচে বাংলাদেশের জেতার সম্ভাবনা ছিল।
দেশের মানুষ বাংলাদেশ দলকে যে সমর্থন জানিয়েছে তাতে তারা অভিভূত বলে জানান মাশরাফি। বিশ্বকাপ ফেরত বাংলাদেশ দলকে বরণ করে নিতে রোববার দুপুরের পর থেকেই কয়েক হাজার সমর্থক বিমানবন্দরের সামনে অবস্থান নেন। এসব সমর্থকদের অধিকাংশই ছিলেন বয়সে তরুণ সমর্থকরা আইসিসি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং বাংলাদেশের পরাজয়ের জন্য ভারত ও আইসিসির বিরুদ্ধে অভিযোগ করেন।