সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার ওয়ানডে সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। ১২ ও ১৫ জুলাই হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
ম্যাচগুলোর তারিখ ঠিক থাকলেও সময় পরিবর্তন করা হয়েছে। দুপুর ১২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা তিন ঘণ্টা পেছানো হয়েছে। খেলা শুরু হবে বেলা ৩টায়। শেষ হবে রাত পৌনে ১১টায়। দুই ইনিংসের মাঝে থাকবে ৪৫ মিনিটের বিরতি।
মঙ্গলবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম দুটি ম্যাচ হবে মিরপুরেই। শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।