গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীহামলায় নিহত ২০ জিম্মির মধ্যে নয় জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও রয়টার্সের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেনতিলোনি জানিয়েছেন, ‘শুক্রবার রাতের ওই হামলার পর নিহত নয়জনকে (ইতালীয়) আমরা চিহ্নিত করেছি। আরো একজন নিখোঁজ রয়েছেন, তিনি লুকিয়ে থাকতে পারেন বা আহতদের মধ্যে থাকতে পারেন…আমরা তার খোঁজ করছি,”।
এদিকে, রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, নিহত ২০ জনের মধ্যে ৭ জাপানি নাগরিক রয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকার।
এ ছাড়া ভারতীয় ১৯ বছরের একজন ছাত্রীও মারা গেছেন বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা সরাজ এক টুইট বার্তায় জানিয়েছেন ।
এর আগে আইএসপিআরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ২০ জিম্মির অধিকাংশকেই শুক্রবার রাতে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলা ও পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ২৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২০ জন জিম্মি, দুজন পুলিশ কর্মকর্তা এবং ৬ জন সন্ত্রাসী ।
প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে একদল অস্ত্রধারী ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। শনিবার সকালে কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় নিরাপত্তা বাহিনী।