প্রতি বছর হাজার হাজার দক্ষিন কোরীয় দেশটির হাওয়াচেন পর্বত সংলগ্ন হ্রদের বরফ জমাট পানির উপর সমাবেত হন। তবে এটা কোন শীতকালীন তুষার উৎসব নয়। পরিবারের স্বামী-স্ত্রী ছেলে-মেয়ে সবাই মিলে এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য কেবলমাত্র মাছ শিকার।
দক্ষিন কোরিয়ার গ্যাংন প্রদেশের হাওয়াচেন পর্বত সংলগ্ন হ্রদে প্রতিবছর মাছ শিকারের এই বাৎসরিক উৎসবটি আয়োজন করা হয়। এটি কোরিয়ার খুবই জনপ্রিয় একটি উৎসব।
জানুয়ারি মাসে জমাট এই হ্রদের প্রায় ১২ মাইল এলাকাজুড়ে উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে ১ মিলিয়নেরও বেশী কোরীয় অংশগ্রহন করে থাকেন । আয়োজকরা মাছ শিকারিদের উদ্দেশ্য দিনে গড়ে ৩২ টন মিঠা পানির মাছ হ্রদের পানিতে ছেড়ে দেন।
মাছের সন্ধান পেতে শিকারিরা বরফ জমাট হ্রদে প্রায় ১৬ ইঞ্চি গর্ত তৈরি করেন। শিকারিরা রড, বঁড়শি এবার কখনো খালি হাতে মাছ শিকার করেন।
শিকারিদের জন্য এই হ্রদেই ক্যাম্প করার ব্যবস্থা আছে যেখানে তারা মাছ আগুনে পুড়িয়ে খেতে পারেন।