প্রকাশ পেল বলিউড তারকা অজয় দেবগন অভিনীত দৃশ্যম সিনেমার ট্রেইলার। সাম্প্রতিক সময়ে অ্যাকশন চরিত্রে দেখা মিললেও এবার এ অভিনেতাকে দেখা যাবে মধ্যবিত্ত ফ্যামিলিম্যানের চরিত্রে।
দৃশ্যম সিনেমায় বিজয় সালগনকার নামে এক ব্যক্তির ভূমিকায় দেখা যাবে অজয়কে। দুই মেয়ে এবং স্ত্রীকে (শ্রীয়া সারান) নিয়ে তার সংসার। বেশ সুখেই বাস করছিলেন তারা। কিন্তু হঠাৎ বিজয়ের বিরুদ্ধে আইজি মীরা দেশমুখের ছেলেকে অপহরণের দায় আসে। কিন্তু সত্যিই কি বিজয় সালগনকার (অজয়) অপহরণ করেছেন নাকি তাকে ভুল বোঝা হচ্ছে? এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে ৩১ জুলাই পর্যন্ত। কারণ সেই দিনই মুক্তি পাবে এ সিনেমা।
সিনেমায় আইজি মীরার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী টাবু। নিশিকান্ত কামাত পরিচালিত সিনেমাটি প্রযোজনা করছেন কুমার মানগাত পাঠক, অজিত আধারে এবং অভিষেক পাঠক।
দৃশ্যম সিনেমার ট্রেইলার :