গত পর্বে দক্ষিন কোরিয়া সম্পর্কে জানুন পর্ব -৫ এ আমরা দক্ষিন কোরিয়ার সংস্কৃতি সম্পর্কে ধারনা পেয়েছিলাম। আসুন আজ আমরা দক্ষিন কোরিয়ার সামরিক বাহিনী সম্পর্কে কিছুটা জেনে নেই।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দিক দিয়ে যথেষ্ট শক্তিশালী দেশ বলেই পরিচিত। উদাহরণস্বরূপ বলা যেতে পারে দক্ষিন কোরিয়া জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরী করছে। শুধুমাত্র উত্তর কোরিয়ার ক্ষেত্রে নয়, দক্ষিন কোরিয়ার অপর দেশগুলোর নৌ জাহাজের বিভিন্ন প্রকার হুমকি থেকে দেশকে রক্ষা করাই মুলত জাহাজ বিধ্বংসী এই ক্রুজ ক্ষেপণাস্ত্রের অন্যতম লক্ষ্য। রাশিয়ার বহুল পরিচিত ইয়াখন্ত ক্রুজ পেণাস্ত্রের আদলে এর সবকিছু তৈরী করা হচ্ছে এবং এটি শব্দের গতির চেয়ে সর্বোচ্চ আড়াই গুণ বেশী গতিতে জল তথা সমুদ্রের উপর দিয়ে উড়ে যেতে সক্ষম। এছাড়া আরও বলা যায় ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ তিনশ কিলোমিটার দূরুত্বের যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।