খুব অদ্ভুত হলেও সত্যি দক্ষিন কোরিয়াতে একই সঙ্গে ৩৮০০ যুগলের বিবাহ অনুষ্ঠিত হয়ে গেলো! এই বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন চার্চের সদর দফতরে। ২০১৫ সালের ৩রা মার্চ কয়েক হাজার যুগল এক গণবিয়ে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন একই সঙ্গে। খ্রিস্টধর্মের ‘ধর্মগুরু’ এবং উক্ত চার্চের প্রতিষ্ঠাতা সান মিউং মুনের মৃত্যুর পর থেকে এটি হল তৃতীয় গণবিয়ের ঘটনা।
বিয়ের পোশাক সজ্জিত প্রায় তিন হাজার ৮শ’ যুগল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের পূর্বাঞ্চলের গাপিয়ংয়ে এ গণবিয়ে অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদের অধিকাংশই ছিল তরুণ-তরুণী। এ ধরনের গণবিবাহ সাধারণত বড় খেলার মাঠে অনুষ্ঠিত হতে দেখা যায়। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে ৯২ বছর বয়সে নিউমোনিয়া জটিলতায় ধর্মগুরু মুন পরলোকগমন করেন। তার ৭২ বছর বয়সী বিধবা স্ত্রী হ্যাক জা হান সেইদিন ঐ গণবিবাহ অনুষ্ঠানে্র সভাপতিত্ব করেছিলেন। ষাটের দশকের শুরুতে এ চার্চে গণবিয়ে্র প্রচলন শুরু হয়। প্রথম দিকে দেখা গেছে এ ধরনের বিয়েতে অল্পসংখ্যক যুগল অংশ নিচ্ছিলেন কিন্তু পরবর্তী সময়ে এ সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। তবে ৩রা মার্চের গণবিবাহটিতে অংশ নেয়া অধিকাংশ যুগল আগে থেকেই বিবাহিত ছিলেন বলে জানা গেছে। তারা তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পুনরায় এ গণবিবাহে অংশগ্রহণ করতে এসেছিলেন।