১৫ই মার্চ শুরু হতে যাচ্ছে ৩০তম এলএ ম্যারাথন। ২৬.২ মাইল দৌড়, ডজার স্টেডিয়ামে শুরু হবে এবং ডাউনটাউন লস এঞ্জেলেস, হলিউড এবং বেবারলি হিলে চলতে থাকবে সান্তা মনিকা মহাসাগর এভিনিউ তে গিয়ে শেষ হওয়া পর্যন্ত।
আশা করা যাচ্ছে এই বার্ষিক অনুষ্ঠানটিতে সারা বিশ্বের ১০০ টি দেশ থেকে প্রায় ২৫,০০০ ম্যারাথন দৌড়বিদ অংশ নিতে যাচ্ছে, যার মধ্যে ১,০০০ জনের একটি কোরিয়ান আমেরিকান দৌড়বিদদের দল রয়েছে যা কোরিয়ান আমেরিকান অরগানাইজেসন নামে পরিচিত।
যে সকল সড়কগুলোকে ম্যারাথন রুট হিসেবে নির্ধারণ করা হয়েছে সেগুলো খুব সকালেই প্রতিযোগিতা শুরুর আগেই বন্ধ করে দেয়া হবে।
KART চাঁদা সংগ্রহকারী নেতা সানি চোই বলেছেন, কোরিয়ান প্রতিষ্ঠানটি “Run of Love” ক্যাম্পেইন এর আওতায় অংশগ্রহণ করতে যাচ্ছে, যা অতি দরিদ্র সম্প্রদায়ের সাহায্য প্রকল্পে প্রদান করা হয়ে থাকে।