প্রায় সাড়ে চার বিলিয়ন এশিয়ানের দৃষ্টি স্থির থাকবে ইন্চনে। কেননা সেপ্টেম্বর, ২০১৪ থেকে ইন্চনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এশিয়ান গেমস। শহরটিতে ১৭ তম এশিয়ান গেমস্ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইতিমধ্যেই এর সকল প্রসÍুতি সম্পন্ন হয়েছে। উত্তর কেরিয়া সহ ৪৫ টি দেশ থেকে প্রায় ১৩ হাজার এথলেট্স অংশ নেবে এই আসরে এবং একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে । সেপ্টেম্বরের ১৯ থেকে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত ১৬ দিন ইন্চনে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।