ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন শান্তিতে নোবেল জয়ী সমাজকর্মী কৈলাশ সত্যার্থী। শিশুশ্রম বন্ধে অবদানে স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার প্রাপক হিসেবে শুক্রবার নাম ঘোষণার মুহূর্তের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে গিয়েছিল কৈলাশ সত্যার্থীর কাছে। এর ২৪ ঘণ্টা যেতে না যেতে শান্তির দূতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সপরিবারে দেখা করলেন নোবেলজয়ী এই সমাজকর্মী। দুজনের এ দিনের সাক্ষাতে নোবেল জয়ের জন্য সত্যার্থীকে আরো একবার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
সেইসঙ্গে উভয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘক্ষণ মত বিনিময় হয়। এই সময় শিশুশ্রম এবং শিশু চোরাচালান বন্ধে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের ব্যবহারের উপরে বিশেষ গুরুত্ব দেন মোদি। অন্যদিকে, স্বচ্ছ ভারত অভিযান এবং আদর্শ গ্রাম যোজনার মতো প্রকল্পের জন্য মোদির প্রশংসা করেন কৈলাশ সত্যার্থী। সেই সঙ্গে এই উদ্যোগে শামিল হতে তিনি ‘উন্মুখ’ বলে জানিয়েছেন বিশিষ্ট এই সমাজকর্মী। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।