কোরিয়া বাংলাদেশে যে হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে সে হাসপাতালটি হবে বাংলাদেশের একটি সর্বাধুনিক হাসপাতাল। আর এই হাসপাতাল তৈরিতে ব্যয় হবে ১৩০ মিলিয়ন ডলার এবং আশা করা যাচ্ছে ২০১৯ সালে এই হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে।
কোরিয়ার ওলজি বিশ্ববিদ্যালয় সরকারি উন্নয়ন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই হাসপাতাল নির্মাণ করবে। মেডিকেল অবকাঠামো নির্মাণে উন্নয়নশীল কোন দেশে এটি কোরিয়ার সবচেয়ে বড় সহায়তা।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হবে নতুন এই হাসপাতালটি। হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলে দেশের সর্বাধুনিক এবং সর্বাধিক সুবিধাসম্পন্ন বিশ্ববিদ্যালয় হবে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়। নির্মাণ কাজের সহায়তার পাশাপাশি এই হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং কর্মীদের প্রশিক্ষণেও সহায়তা দিবে বলে জানিয়েছে ওলজি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।