পুলিশ জানিয়েছে বুধবার ইনচেন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি সেতুর উপর ১০০র বেশি গাড়ির সংঘর্ষ হলে এতে অন্তত দুইজন নিহত এবং একজন বাংলাদেশিসহ আরো ৬০জনের বেশি আহত হয়েছেন, এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় সকাল ৯টা.৩৪ মিনিটের সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে একটি এয়ারপোর্ট লিমোজিন বাসঘন কুয়াশার কারনে সামনের যাত্রীবাহী গাড়িতে ধাক্কা দিলে এই ঘটনার সুত্রপাত হয়।
এই দুর্ঘটনায় নিহতরা হলেন কিম (৫১) এবং লিম (৪৬) । অগ্নিনির্বাপনকারী সংস্থার পক্ষ থেকে বুধবার বিকেলে জানানো হয়েছে এই ঘটনায় মোট ১৯ জন বিদেশী নাগরিক আহত হয়েছেন,যাদের মধ্যে সাতজন চীনা, পাঁচজন থাই, দুইজন জাপানি,দুইজন ভিয়েতনামীএবং একজন করে বাংলাদেশি রাশিয়ানএবং সুইস নাগরিক। আহতদের নিকটবর্তী ৩টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন দুর্ঘটনার কারন অনুসন্ধানের জন্য কাছের সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুসন্ধান করা হচ্ছে।