এটা সর্বজন গ্রাহ্য যে ঘরের তৈরী খাবার সবার জন্য স্বাস্থ্যপ্রদ । আজকের এই ব্যস্ত সময়ে সারাদিন পরিশ্রমের পর সবাই চায় খুব কম সময়ে মজাদার খাবার তৈরী করতে। ইচ্ছে করলে রেস্টুরেন্টের মত রেসিপিও বাসায় তৈরী করা যায় খুব সহজে। আপনি চাইলে বিভিন্ন ধরনের চিপস্ ,সুস্বাদু কাপকেক অথবা মজাদার বার্গার তৈরী করতে পারেন অনায়াসে।রেস্টুরেন্টের খাবারের চেয়ে নিজের হাতে তৈরী খাবার যেমনি স্বাস্থ্যকর তেমনি উপাদেয়।